রাজ্যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, জানুন বিস্তারিত 


recruitment


চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে উত্তর ২৪ পরগনা জেলায় হেলথ কমিউনিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৩৯৫ টি শুন্য পদে হেলথ কমিউনিটি অফিসার নিয়োগ করতে চলেছে উত্তর ২৪ পরগনা জেলা।

ন্যাশনাল হেলথ মিশন এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ প্রক্রিয়া গত ২০ জুন থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৫ই জুলাই ২০২৪। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.north24parganashealth.org

এই ৩৯৫ টি শুন্য পদে আবেদনের জন্য আগ্রহী চাকরি প্রার্থীর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে এএনএম অথবা জিএনএম ডিগ্রী অর্জন করে থাকতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত করে রাখতে হবে বাংলা ভাষায় সাবলীল ভাবে কথা বলার দক্ষতা রাখতে হবে।

১ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।