স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান
সত্যি হলো জল্পনা। স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী শারীরিক অসুস্থতা নিয়ে আলোচনা চলছিল সোশ্যাল মিডিয়ায়। এমনকি অভিনেত্রী হিনা খান ক্যান্সার আক্রান্ত বলেও চলছিল গুঞ্জন। এর মাঝেই এবার জানা গেল স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান।
এর আগে মনীষা কৈরালা এবং সোনালি বেন্দ্রে আক্রান্ত হয়েছেন দুরারোগ্য ক্যানসারে। রোগ জয় করে ফিরেও এসেছেন স্বাভাবিক জীবনে। এ বার হিনা খান। ছোট পর্দার চেনা মুখ হিনা খান সাধারণত নিজের জীবনশৈলী নিয়ে ভক্তদের আপডেট দেন হিনা। এবার এক পোস্টে অসুস্থতার জল্পনা বাড়িয়েছিল হিনা।
শুরু হয় জল্পনা। কি হয়েছে হিনার চলতে থাকে আলোচনা। স্তন ক্যান্সারের জল্পনা উসকে ওঠে। এ বার নিজের অসুস্থতার খবর জানালেন হেনা নিজে। স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী।
অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি বিবৃতি দিয়ে লেখেন, “গত কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছে আমাকে নিয়ে। আমার সকল অনুরাগীদের কিছু গুরুত্বপূর্ণ খবর জানাব। আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সব প্রতিবন্ধকতা পেরিয়েই বলছি আমি ঠিক আছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ, এই অসুখ থেকে সুস্থ হয়ে উঠব। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। আমি সকলকে অনুরোধ করছি এই পরিস্থিতিতে যেন আমার ব্যক্তিগত গোপনীয়তার দিকটা অক্ষুণ্ণ থাকে। আমি সকলকে জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমার পরিবার-পরিজন ও ভালবাসার মানুষেরা আমার পাশে আছেন।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊