শ্যুটিং সেটে গুরুতর চোট পেলেন শ্রদ্ধা কাপুর! ভাঙলো পায়ের আঙুল!
মহারাষ্ট্রের জনপ্রিয় তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের বায়োপিক ‘এথা’র শুটিং করছেন শ্রদ্ধা কাপুর। বীথাবাঈয়ের চরিত্র আত্মস্থ করতে মাসখানেক ধরে কড়া হোমওয়ার্ক করেছেন শ্রদ্ধা। সেই ছবির সেটেই নাচ করতে গিয়ে গুরুতর চোট পেলেন আশিকি ২ খ্যাত অভিনেত্রী।
অভিনেত্রী আসলে নারায়ণগাঁওকারের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’ স্টাইলে নাচ করছিলেন সেসময় শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে বাঁ পায়ের আঙুল ভাঙে শ্রদ্ধার এমনটাই জানা গেছে। ‘লাবণী’ নৃত্যশৈলীতে ছন্দের সঙ্গে দ্রুতগতিতে নাচতে হয়। অজয়-অতুলের সুর করা গানে শ্রদ্ধাও সেই ডান্সস্টেপ প্র্যাকটিস করছিলেন সেসময়েই ঘটে দুর্ঘটনা। বাঁ পায়ের আঙুল ভাঙে শ্রদ্ধা কাপুরের। তৎক্ষণাৎ শুটিং বন্ধ করতে বাধ্য হন পরিচালক লক্ষ্মণ উতরেকর।
সূত্র মারফত জানা যাচ্ছে, গত সপ্তাহে ‘এথা’র শুটিং শুরু করেছিলেন পরিচালক লক্ষ্মণ উতরেকর। তবে দিন কয়েক শুটিং চলার পরই ঘটল বিপত্তি। এদিকে মাদক মামলায় ডাক পড়েছে অভিনেত্রীর ভাইয়ের।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊