Euro 2024: টানটান লড়াই শেষে আলবেনিয়াকে হারিয়ে জয় দিয়েই ইউরো শুরু ইতালির
টানটান লড়াই শেষে আলবেনিয়াকে হারিয়ে জয় দিয়েই ইউরো শুরু ইতালির। শুরু হয়েছে ইউরো কাপের আসর। ফুটবল বিশ্বে বিশ্বকাপের পরেই জনপ্রিয় হল ইউরো কাপ। আলবানিয়া বনাম ইতালি ম্যাচের শুরুটাই দুরন্ত গতিতে হয়েছিল। প্রথম ১৬ মিনিটেই দেখা গিয়েছিল তিন তিনটি গোল। ম্যাচের বাকি ৭৪ মিনিটে আর একটিও গোল হয়নি।
উয়েফা ইউরোর (UEFA EURO 2024) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি বিরুদ্ধে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে গেলেও, শেষমেশ ২-১ হেরে খালি হাতেই মাঠ ছাড়তে হল আলবেনিয়ানদের। ম্যাচ শুরুর ২৩ সেকেন্ড সময়েই প্রথম গোল। গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দলকে এগিয়ে দন নেদিম বাইরামি। ম্যাচের দশম মিনিটে বাস্টোনি কর্নার থেকে দুরন্ত হেডারে ইতালিকে ম্যাচে সমতায় ফেরান। ম্যাচের ১৬তম মিনিটে নিকোলা বারেলা অনবদ্য গোল করে দলকে ম্যাচে এগিয়ে দেন।
ম্যাচে এগিয়ে যাওয়ার পর চলতে থাকে টানটান লড়াই। প্রথমে পাসিং গেমে বারেলারা ম্যাচের দখল নেন এবং পরে দ্রুত একের পর এক আক্রমণে আলবেনিয়ানদের বিরাট চাপে ফেলেন। একাধিক স্ট্রোক সেভ করেন আলবেনিয়ার গোলরক্ষক। শেষমেষ জয় ছিনিয়ে নেয় ইতালি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊