ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহী একজন চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে

Road Accident

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: 

পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বসন্তপুরে ডাম্পার গাড়ির ধাক্কায় গুরুতর জখম ২কিশোরকে শুক্রবার দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে,নিয়ে আসা হলে চিকিৎসকেরা এক কিশোরকে মৃত বলে ঘোষণা করে ও‌ অপর এক কিশোর গুরুতর জখম। 



জখম কিশোর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত ওই কিশোরের নাম জায়দুল সেখ বয়স ১৫বছর।তার বাড়ি মন্তেশ্বর থানার ভান্ডারপুর। গুরুতর জখম অপর কিশোরের নাম রমজান সেখ বয়স ১৬বছর।তার বাড়ি মেমারী থানার গয়েশপুর। 



এদিন সকাল ৯টায় মোটর সাইকেলে চড়ে কুসুম গ্রামের দিকে যাওয়ার পথে বসন্তপুর এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম অবস্থায় তাদেরকে নিয়ে আসা হলে চিকিৎসকেরা জায়দুল সেখকে মৃত বলে ঘোষণা করে।