কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের, নিশানায় জেলা সভাপতি
বিষ্ণুপুর :
ভোট পরবর্তী হিংসার জেরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক এখন পর্যন্ত ঘরছাড়া। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের ঠাঁই হয়েছে ডায়মন্ড হারবার বিজেপির সংগঠনিক জেলার দলীয় কার্যালয়। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় দেখা করেছেন শুভেন্দু অধিকারী ,দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের মতো বিজেপির নেতৃত্বরা।
ভোট পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বহু বিজেপি কর্মী সমর্থকরা এখনো ঘর ছাড়া। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা এলাকায় ডায়মন্ড হারবার বিজেপির সংগঠনিক জেলার দলীয় কার্যালয় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে যখন দেখা করার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল আমতলার আলতাবেরিয়া এলাকায় আসে সেই সময় কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয় আটকে বিক্ষোভ দেখায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা।
কার্যত কেন্দ্রীয় প্রতিনিধির দলের গাড়ির সামনে বিক্ষোভ দেখায় এরপরে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রতিনিধিদের সামনে বিক্ষোভ দেখায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য বিপ্লব দেব বিক্ষোভ থামিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকদের কথা শোনেন এবং সমস্ত রকম সাহায্যে আশ্বাস দেন তিনি। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে জেলা সভাপতি কে নিশানা করেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা। আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের দাবি তাদের সঙ্গে ভোট পরবর্তী হিংসার জেরেই ঘটে যাওয়া ঘটনার পর, জেলা সভাপতি ও মন্ডল সভাপতি তাদের খোঁজ নেয়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊