মোবাইল চুরি কাণ্ডে একজনকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত ১৪ জনের ১ জন দিনহাটার শঙ্কর !
দিনহাটা:
মোবাইল চুরি কাণ্ডে কলকাতার বউ বাজারে একজনকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত ১৪ জনের মধ্যে রয়েছে দিনহাটা মাতালহাটের শংকর বর্মণ। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রবিবার দুপুর একটা নাগাদ দিনহাটার প্রত্যন্ত মাতালহাটের বড়ভিটা গ্রামে গিয়ে শংকরের সম্পর্কে খোঁজখবর নিতেই প্রতিবেশীরা অনেকেই জানালেন ও খুব ভাল ছেলে, বাড়িতে বাবা, মা ছাড়াও দুই ভাই রয়েছে। শংকর দুই ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
শঙ্করের বাবা নৃপেন্দ্র বর্মণ,মা মিনতি বর্মণ, ভাই বিশ্বজিৎ বর্মণ জানান, গত বৃহস্পতিবার ওর এক বন্ধুর টেলিফোন থেকে ফোন করেছিল। তখন শংকর জানায়, তার মোবাইল ফোন হারিয়ে গিয়েছে,মোবাইল ঠিক হলে আবার কথা বলব।
শংকর কোচবিহার কলেজ থেকে পাস করে M.A পড়তে বছর কয়েক আগেই কলকাতায় যায় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে M.A পাস করে বর্তমানে কলকাতার বউ বাজার এলাকার একটি সরকারি আবাসিক হোস্টেলে থেকে বিভিন্ন চাকরির কোচিং নিচ্ছে সে। প্রতিমাসে কখনও পাঁচ হাজার টাকা কখনও তিন হাজার টাকা করে পাঠাতে হয়। মোবাইল নিয়ে কি একটা গন্ডগোল হয়েছে সেটা ফোন করে শংকর জানিয়েছে।
শঙ্করের ভাই বিশ্বজিৎ বর্মণ আরও জানায় দাদা শংকর কলকাতায় পড়াশোনা করে। হঠাৎ করে মোবাইল চুরি নিয়ে কি ঘটনা ঘটলো বুঝতে পারছি না। গত বৃহস্পতিবার বিকেলে দাদা ওর এক বন্ধুর ফোন থেকে ফোন করেছিল। দাদার ওই বন্ধুর নাম সুখেন বর্মণ। সে জানায়, মোবাইল ফোন হারিয়ে গিয়েছে। একটা সিম নেওয়ার জন্য দোকানে এসেছি। সব ঠিক হয়ে গেলে আবার ফোন করব। তখনই আমরা জানতে পারলাম মোবাইল সংক্রান্ত কোন একটা ঘটনা ঘটেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊