জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের জন্য উপহার নবান্নের
১২ই জুন জামাইষষ্ঠী। আর জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের জন্য উপহার দিল রাজ্য সরকার। জামাইষষ্ঠী উপলক্ষে অর্ধদিন ছুটি ঘোষণা করল নবান্ন। বুধবার জামাইষষ্ঠীর দিন দুপুর ২ টোর পর সরকারি অফিস বন্ধ থাকার কথা জানা গিয়েছে। এনিয়ে রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে।
আগামী বুধবার জামাইষষ্ঠী ৷ ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বারাবরই এগিয়ে থাকে৷ জামাইষষ্ঠীতে বেশ আয়োজন হয় বাঙালির ঘরে ঘরে৷ জামাইষষ্ঠী শুধু জামাইয়ে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আাচর পালনের মাধ্যমে হয় জামাইষষ্ঠী৷
এই বছর জুন মাসের ১২ তারিখ জামাইষষ্ঠী উদযাপিত হবে ঘরে ঘরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৩১ সালের জৈষ্ঠ মাসের ২৯ তারিখ। এই দিনটির জন্য নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊