Latest News

6/recent/ticker-posts

Ad Code

Jamai Sasthi 2024: জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের জন্য উপহার নবান্নের

জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের জন্য উপহার নবান্নের




১২ই জুন জামাইষষ্ঠী। আর জামাইষষ্ঠীতে সরকারি কর্মীদের জন্য উপহার দিল রাজ্য সরকার। জামাইষষ্ঠী উপলক্ষে অর্ধ‌দিন ছুটি ঘোষণা করল নবান্ন। বুধবার জামাইষষ্ঠীর দিন দুপুর ২ টোর পর সরকারি অফিস বন্ধ থাকার কথা জানা গিয়েছে। এনিয়ে রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে।

আগামী বুধবার জামাইষষ্ঠী ৷ ষষ্ঠীর রীতি পালনে বাঙালি বারাবরই এগিয়ে থাকে৷ জামাইষষ্ঠীতে বেশ আয়োজন হয় বাঙালির ঘরে ঘরে৷ জামাইষষ্ঠী শুধু জামাইয়ে বসিয়ে, আদর-যত্নে নানা পদ খাওয়ানো নয়, এর পিছনে রয়েছে অনেক নিয়মকানুন৷ বিভিন্ন আাচর পালনের মাধ্যমে হয় জামাইষষ্ঠী৷

এই বছর জুন মাসের ১২ তারিখ জামাইষষ্ঠী উদযাপিত হবে ঘরে ঘরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৩১ সালের জৈষ্ঠ মাসের ২৯ তারিখ। এই দিনটির জন্য নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code