Latest News

6/recent/ticker-posts

Ad Code

পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতি হামলা, গুরুতর আহত তিনজন

পৌরপিতার কার্যালয়ে দুষ্কৃতি হামলা, গুরুতর আহত তিনজন

Attack on municipality office


গড়িয়ার পৌর পিতার কার্যালয়ে দুষ্কৃতী হামলা, গুরুতর আহত তিনজন। বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। আপাতত পার্টি অফিসে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথের কার্যালয় গড়িয়া ষ্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। পুরপিতার সাথে দেখা করার জন্য এই অফিসে রোজই এলাকার বহু বাসিন্দা আসেন। নানানধরনের সার্টিফিকেট নিতে বহু বাসিন্দারা আসেন। এদিনও পুরুষ ও মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন। আচমকা কিছু দুষ্কৃতি আসে, তারা বাঁশ লাঠি নিয়ে এসে হামলা চালায়। পার্টি অফিসের চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।



পুরানো শত্রুতার জেরেই এই হামলা বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন বাপি হাজরা, প্রতাপ মিশ্র, বাপ্পা ও রাজকুমার। অমিত হালদার, সিরাজ, আতাবুল, মিলন এরা মারধর করেছে বলে অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code