Latest News

6/recent/ticker-posts

Ad Code

আপাতত স্বস্তি, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

আপাতত স্বস্তি, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

Kejriwal


অবশেষে স্বস্তি জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রউস এভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু জামিন দিলেন অরবিন্দ কেজরিওয়ালকে। আগামীকাল তিহাড় জেল থেকে মুক্তি পাবেন তিনি। জানা যাচ্ছে এক লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে তাকে।

অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়া মাত্রই তার দিল্লির ভবনের সামনে জড়ো হয়েছেন আপ কর্মী সমর্থকেরা। ‘আবগারি দুর্নীতিকাণ্ডে’ গত ২১ মার্চ কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। এর ফলে তিনিই দেশের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। জেলে বসেই সরকার পরিচালনা করছেন তিনি।


বৃহস্পতিবার আদালতে কেজরীর আইনজীবী সওয়াল করে বলেন, ‘‘যাঁরা নিজেদের দোষ স্বীকার করেছেন, তাঁদের বয়ানই নেওয়া হয়েছে। তাঁরা কেউ সাধু নন। তাঁরা শুধু দাগি নন, মনে হচ্ছে, ধৃতদের অনেককে জামিন এবং ক্ষমাপ্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আর কেউ কেউ রয়েছেন, যাঁদের গ্রেফতারই করা হয়নি।’’ 


দুর্নীতি কাণ্ডে গত ২১শএ মার্চ গ্রেফতার হন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনের আবহে প্রচারের জন্য তাঁকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। জেলের বাইরে বেরিয়ে প্রচার করে ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন। অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code