হিন্দিতে স্লোগানই লিখতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী, যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন, ভাইরাল ভিডিও
Viral video


নরেন্দ্র মোদির তৃতীয় দফার সরকারে কেন্দ্রে নারী এবং শিশু কল্যাণ বিভাগের প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। মন্ত্রী হয়েও লিখতেই পারলেন হিন্দিতে? হিন্দিতে কেন্দ্রীয় প্রকল্পের নাম লিখতে গিয়ে কার্যতই হিমশিম খেতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি লিখতেই পারলেন না প্রকল্পের নাম। দেশের মন্ত্রীর শিক্ষা নিয়ে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সোশ্যাল মিডিয়ায় তাঁর যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যায় ‌গত ১৮ জুন 'স্কুল চলো অভিযানে'র আওতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমের সামনেই বোর্ডে 'বেটি বাঁচাও, বেটি পড়াও' স্লোগানটি লিখতে উদ্যত হন তিনি। কিন্তু স্লোগান লিখতে গিয়ে হিমশিম খান তিনি। হিন্দিতে স্লোগানটি ঠিক করে লিখতেই পারেননি তিনি।

সাবিত্রী বোর্ডে লিখেছেন, 'বেটি পড়াও বাঁচাও'। তাতেও বাঁচাও বানানটি ভুল লেখেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে মন্ত্রীত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে গিয়ে সাবিত্রী জানিয়েছিলেন, তিনি উচ্চমাধ্যমিক পাশ। কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই তার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।