যুবকের অস্বাভাবিক মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য

Deadbody rescue


এদিন সকালে শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গি ক্যানেলে রোডের নিকট একটি মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহটি উদ্ধার হওয়ার পর গ্রামবাসীরা এলাকায় রাস্তা অবরোধ শুরু করে।

ঘটনা প্রসঙ্গ জানা গেছে,গতকাল বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বীরবান গ্রামের যুবক বিমান দাস , বয়স ২১ নিখোঁজ ছিলেন। রাত পার হলেও কোন রকম হদিস মেলেনি, বাড়ির থেকে স্থানীয় থানায় মৌখিত ভাবে নিখোঁজের কথা জানানো হয়।

পুলিশ তদন্ত শুরু করে, মোবাইল লোকেশনে সূত্রে ধরে দেহ সাহুডাঙ্গী ক্যানেলে রোড থেকে উদ্ধার করে। দেহ উদ্ধারের কথা ছড়িয়ে পড়বার পড়ে, এলাকাবাসীরা খুনের অভিযোগ আনে ও রাস্তা অবরোধ শুরু করে।

গ্রামবাসীদের অভিযোগ, বিমান খুব ভালো ছেলে হিসেবে এলাকায় পরিচিত। কে বা কারা বিমানের এই পরিস্থিতির জন্য দায়ী পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক।

অনেক ক্ষণ পথ অবরোধ করা হয়। যদিও পড়ে, পুলিশের উচ্চ আধিকারিকরা গ্রামবাসীদের আশ্বস্থ করেন, অবরোধ উঠে যায়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান করেছে, পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে যুবকের, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এলাকায় শোকের পরিবেশ রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।