ভারতে প্রথমবার লঞ্চ হতে চলেছে শাওমির Civi মোবাইল

Xiaomi Civi


ভারতে প্রথমবার লঞ্চ হতে চলেছে Xiaomi -র Civi মোবাইল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাওমি ইন্ডিয়া (Xiaomi India) একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। নতুন ফোন লঞ্চের ইঙ্গিত পাওয়া গিয়েছে। তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। চলতি বছর মার্চ মাসে চিনে লঞ্চ হয়েছে শাওমি Civi ৪ প্রো ফোন (Xiaomi Civi 4 Pro)। অনুমান, এই ফোনই ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ এসই নামে (Xiaomi 14 SE)।

শাওমি Civi ৪ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন

এই ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

শাওমির এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর রয়েছে।

Leica ব্র্যান্ডের ক্যামেরা সেনসর রয়েছে শাওমির এই ফোনে।

ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে শাওমি Civi ৪ প্রো ফোনে।

এছাড়াও এই ফোনে রয়েছে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।

Civi ফোন বলতে সিনেম্যাটিক ভিশন (Cinematic Vision) ফোন বোঝানো হচ্ছে। মনে করা হচ্ছে এই ফোনটির দাম ৫০ হাজারের কাছাকাছি হবে। শাওমি সংস্থা সিনেম্যাটিক ভিশন ফোনে ক্যামেরা ফিচার এবং ডিসপ্লেতে ইউজারদের জন্য কিছু চমক থাকবে বলেই অনুমান করা হচ্ছে।