Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হলো শিলিগুড়িতে

২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হলো শিলিগুড়িতে

Buddha Purnima


শিলিগুড়ি: 

আজ বুদ্ধ পূর্ণিমা, বিভিন্ন প্রান্তে ঘটা করে বৌদ্ধ মঠ গুলিতে সাড়ম্বরে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন শিলিগুড়ির হায়দার পাড়ার বৌদ্ধ বিদর্শন আশ্রমে সাড়ম্বরে পালিত হলো বৌদ্ধ পূর্ণিমা। সকাল থেকেই ছিল ভক্তদের আনাগোনা। 



এই বিষয় সংশ্লিষ্ট আশ্রমের সেক্রেটারি জানান , সকাল থেকেই সাড়ম্বরে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, আজ ২৫৬৮ তম বুদ্ধ পূর্ণিমা। এই পুণ্য লগ্নে সংশ্লিষ্ট আশ্রমে সকাল থেকে ভক্তদের আগমন চলছে। সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বুদ্ধ পুজোর আয়োজন করা হয়, এরপর একটি রেলি বের করা হয়। দুপুরে আহারের ব্যবস্থা রয়েছে।


 
এছাড়া প্রচন্ড গরম সেই কারণে ঠান্ডা শরবতের ব্যবস্থা রয়েছে। দুপুরে আহারের পর কিছুক্ষণ বিশ্রামের পর বিকেল থেকে বৌদ্ধ কথা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code