Voters Awareness cum Orientation Programme-এর উপর কর্মশালা শ্রীপৎ সিং কলেজে
আজ শ্রীপৎ সিং কলেজের NSS ইউনিটের পক্ষ থেকে Voters Awareness cum Orientation Programme-এর উপর একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল।
উক্ত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানী ধান্যকুমারী কলেজের অধ্যাপক শ্রী প্রণব কুমার বিশ্বাস। শ্রীপৎ সিং কলেজের অধ্যক্ষ ডক্টর কমল কৃষ্ণ সরকার মহাশয় এবং NSS ইউনিট প্রোগ্রাম অফিসার ড. শিবু পালের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে সুষ্ঠভাবে।
বর্ষা বিঘ্নিত এই দিনেও মোট ৬৫ জন ছাত্রছাত্রীর উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত কিছুদিন আগেই "রসায়নের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি", সার্টিফিকেট কোর্স চালু করে শ্রীপৎ সিং কলেজ। গত ১১ মে ২০২৪, তারিখে ব্যারাকপুরের মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের সহযোগিতায় শ্রীপৎ সিং কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল দ্বারা কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম (CAS) এর উপর একদিনের রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়াও আণবিক জীববিদ্যা ও জৈবপ্রযুক্তিবিদ্যা বিভাগ এবং IQA সেল এর যৌথ উদ্যোগে "ভূগর্ভস্থজলে ভারী ধাতু ও ধাতুকল্প দূষণ এবং মানবস্বাস্থ্যে তার প্রতিক্রিয়া" বিষয়ক একটি আন্তর্জাতিক আলোচনা সভা আয়োজিত হয়। একের পর এক এরুপ উদ্যোগে খুশি ওয়াকিবহাল মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊