মুখ্যমন্ত্রী ও মুকুট মনিকে নিয়ে বিরুপ মন্তব্য করে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে মুকুটমনির স্ত্রী স্বস্তিকা


Swastika



ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর প্রসঙ্গে বিরূপ মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে মুকুটমনি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। 



কিছুদিন আগেই বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে তার সভাতেই বিজেপিতে যোগদান করেছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমনি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। আর এবার তার ভোট দেয়াকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে মুকুটমনি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। 



যদিও তার স্ত্রীর তোলা অভিযোগ প্রসঙ্গে মুকুটমণি অধিকারীর বক্তব্য ওসব চুনো পুঁটির কথায় আমি কিছু মাথায় নেইনা। আজ রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তুঙ্গে। পাখির চোখ রয়েছে এই রানাঘাট কেন্দ্র। তবে কিছুদিন আগেই এই রানাঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী কে বিজেপিতে যোগদান করিয়ে রাজনৈতিক পরিকাঠামো অনেকটাই বিশ্লেষিত করেছে বিরোধী দল বিজেপি। তবে ১৩ তারিখ ভোটের দিন দুপুরে মুকুটমনি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যখন শান্তিপুর বিধানসভার কন্দ খোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬/৫০ বুথে যখন ভোট দান করেন তার পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার সময়ই তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। 


তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রশাসন তৎসহ রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর বিষয়ে একাধিক অভিযোগ তোলেন স্বস্তিকা ভুবনেশ্বরী, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। 



পরবর্তীকালে স্বস্তিকার তোলা অভিযোগ নিয়ে মুকুটের মন্তব্য চাইতে গেলে মুকুটমনি অধিকারী বলেন, জগন্নাথ সরকার একটা মেয়েবাজ দালাল দুশ্চরিত্র মানুষ। নোংরামি ছাড়া তার কোনো রকম কোনো কাজ নেই তার, তাই এই সমস্ত কান্ডজ্ঞানহীন কাজ করে বেড়াচ্ছেন। যদিও পরবর্তীতে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতার কথা যখন মুকুটমণির কাছে বলা হয় তখন তিনি জানান এসব চুনোপুটির কথায় আমি মাথায় নেই না। তবে এলাকাবাসীর অভিযোগ এই স্বস্তিকা ভুবনেশ্বরী কোনদিন কন্দখোলা এলাকার বাসিন্দা ছিলেন না, তৎসহ সেখানকার তৃণমূল কর্মীদেরও অভিযোগ একজন বাসিন্দা না হওয়া সত্ত্বেও কিভাবে তার নাম ভোটার লিস্টে এল। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে উক্ত বিষয় জানিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার হুশিয়ারিও দিয়েছেন তৃণমূল।