Narendra Modi: বারাণসীতে মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদী

Narendra Modi


বারাণসীতে মনোনয়ন জমা করলেন নরেন্দ্র মোদী। সোমবার বারাণসীতে পৌঁছান তিনি। এরপর, আজ সকালে বর্ণাঢ্য রোড শোয়ের পর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন মোদী।

বিজেপি নেতা অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, হরদীপ সিং পুরী ও রাজনাথ সিং এনডিএ নেতারা একে একে বারাণসীর জেলাশাসক দফতরে পৌঁছেছেন নরেন্দ্র মোদীর মনোনয়ন জমার জন্য।

এদিন রোড শো-র পর কালভৈরব দর্শন করবেন প্রধানমন্ত্রী। দশাশ্বমেধ ঘাটে গঙ্গাপুজো করেন প্রধানমন্ত্রী।


মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী, যিনি অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা করার দিনক্ষণ ঠিক করেছিলেন। পণ্ডিত গণেশ্বর মোদীর মনোনয়নের চার প্রস্তাবকের মধ্যে অন্যতম। বাকি তিন জন প্রস্তাবক ছিলেন বৈজনাথ পটেল (ওবিসি সম্প্রদায়ভুক্ত এক জন আরএসএস স্বেচ্ছাসেবক), লালচাঁদ কুশওয়াহা (ওবিসি সম্প্রদায়ভুক্ত বিজেপি নেতা) এবং সঞ্জয় সোনকার (দলিত সম্প্রদায়ভুক্ত নেতা)। 



২০১৪ সালে প্রথম বার বারাণসী থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নরেন্দ্র মোদী। জয়ীও হয়েছেন। এই নিয়ে টানা তিন বার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন। বারাণসী কেন্দ্রে ভোটগ্রহণ ১ জুন, লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত দফায়।