Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটে ঠিকমতো ডিউটি পালন না করায় কর্নেলের কাছে ধমক খেল জওয়ান

ভোটে ঠিকমতো ডিউটি পালন না করায় কর্নেলের কাছে ধমক খেল জওয়ান 

Election duty bsf


সঞ্জিত কুড়ি, বিষ্ণুপুর:-

ঠিকমতো ডিউটি পালন না করায় কর্নেলের কাছে ধমক খেলেন কর্মরত সিআরপিএফ কর্মীরা।ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গোলসি দুই ব্লকের তেতুলমুড়ি হাই স্কুলে।




রাজ্যের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন চলে আজ শনিবার। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গোলসি ২ ব্লকের বেশ কয়েকটি বুথ ছিল স্পর্শকাতর। সেই কারণেই ভোট গ্রহণ কেন্দ্র গুলোতে ,যাতে কোন রকম অশান্তি না ঘটে। সেই কারণে গোলসি দুই ব্লকের, অধিকাংশ বুথে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি সিআরপিএফও। শুধু তাই নয় প্রতি নিয়ত নজরদারি রাখতে সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকরা এই বুধগুলো পরিদর্শন করেন। গোলসি ২ ব্লকের মসজিদপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলমুড়ি হাই স্কুলে সিআরপিএফ এর উচ্চ পদস্থ আধিকারিকরা গিয়ে দেখেন।সিআরপিএফ এর জওয়ানরা ঠিকমতো কাজ করছেন না। 


এছাড়া একজন রাজ্য পুলিশ কর্মী ভোটগ্রহণ কেন্দ্রের সামনে ঘোরাফেরা করছিলেন।রাজ্য পুলিশের কর্মীর এবং সিআরপিএফের ওই জওয়ানকে ধমক দিলেন সিআরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। এমনকি মারারও হুমকি দেন।এই ঘটনায় মুখ খুলতে চাইলেন না সিআরপিএফ জওয়ান ও উচ্চপদস্থ আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code