হিট স্ট্রোকের হাত থেকে পাখিদের রক্ষা করতে অভিনব উদ্যোগ কোচবিহার জেলা পুলিশের 

Cooch Behar District Police's innovative initiative to protect birds from heat stroke


হিট স্ট্রোকের কবল থেকে বাঁচতে পারছে না পাখিরাও। কিছুদিন যাবতই পাখিদের অসুস্থতার খবর পাচ্ছেন পশু চিকিৎসকেরা। এদিকে কোচবিহারে যখন গত সাত বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে তখন পাখিদের বাঁচাতে এগিয়ে এলো জেলা পুলিশ।

অতিরিক্ত গরমের হাত থেকে রেহাই দিতে আজ কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ লাইনের পার্শ্ববর্তী গাছগুলোতে পাখিদের জন্য মাটির হাড়ি বেঁধে জল দেবার ব্যবস্থা করলেন জেলা পুলিশ সুপার শ্রী দ্যুতিমান ভট্টাচার্য।

Cooch Behar District Police's innovative initiative to protect birds from heat stroke

এদিনের এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে 'তৃষ্ণা' । জেলা পুলিশ সুপার জানিয়েছেন শুধু বর্তমানে অতিরিক্ত গরমের জন্য নয়, নিয়মিত হাড়ি গুলিতে জল দেওয়ার ব্যবস্থাও থাকবে।

Cooch Behar District Police's innovative initiative to protect birds from heat stroke

এদিনের “তৃষ্ণা” অনুষ্ঠানের সঙ্গী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রী কৃষ্ণগোপাল মিনা, ডিএসপি হেড কোয়ার্টার এবং পুলিশকর্মী সহ অন্যান্য আধিকারিকগণ।