স্টিং অপারেশন চালিয়ে দিনহাটায় রক্তের কালোবাজারির কারবারিকে ধরলো রেড ভলান্টিয়ারস !

Red Volunteers caught the blood black market business
সার্কেল করা ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় রেড ভলান্টিয়ার্স 



রক্তের কালোবাজারিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দিনহাটা হাসপাতাল। আজ দিনহাটা ব্লাড গ্রুপ সোসাইটির কর্মকর্তা উত্তম সাহা এক রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পান যে রক্তের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে দালাল তাঁদের কাছে টাকা চেয়েছে।

সেই অভিযোগ পেয়ে উত্তম দিনহাটা রেড ভলেন্টিয়ারের আহ্বায়ক শুভ্রলোক দাসের সঙ্গে যোগাযোগ করেন। তারপর তাদের দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার রীতিমতো স্টিং অপারেশন চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে রক্তের ব্যাগ সহ হাসপাতালে পাকড়াও করে দিনাহাটা রেড ভলেন্টিয়ারের সদস্যরা।

সেখান থেকে তারা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে সমর্থ হলেও আরেকজন সেখান থেকে চম্পট দেয়। পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আজকে রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা জানান, তারা নিয়মিত মানুষের প্রয়োজনে রক্তদান শিবির করার পাশাপাশি দিনহাটা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে যাচ্ছেন। তারপরেও একটা মানুষকে টাকার বিনিময়ে রক্ত কিনতে হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে ডাক্তারদের একাংশ এবং ব্লাড ব্যাংকের কিছু স্টাফ এর সঙ্গে জড়িত আছে। তারা বলেন, ঘটনার প্রকৃত তদন্ত যেন পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ করেন এবং অভিযুক্তদের যাতে কঠিন শাস্তি হয়।

এই ঘটনার প্রতিবাদে দিনহাটার সকল সুশীল সমাজ ও যারা রক্ত নিয়ে স্বেচ্ছায় কাজ করে সেই সমস্ত সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান রেড ভলেন্টিয়ারের সদস্যরা।