Ratha Yatra 2024 : রথযাত্রা ২০২৪
রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম,
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে ‘আমি দেব’, রথ ভাবে ‘আমি’,
মূর্তি ভাবে ‘আমি দেব’—হাসে অন্তর্যামী।
- রবীন্দ্রনাথ ঠাকুর
জীব যাতে সহজেই এই জড় বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে সেজন্য করুণাময় ভগবান হরেকৃষ্ণ মহামন্ত্রের পর আরেকটি উপায় ও প্রবর্তন করেছেন এই পৃথিবীতে, সেটি হলো শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর রথযাত্রা (Ratha Yatra 2024)।
রথের উপর ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রাদেবীকে দর্শন করলে এই জগতে আর পূণর্জন্ম হবে না । এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রা (Ratha Yatra 2024) করে শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রা করতে হবে । এই সময়ে জপ ও হোমাদি অনুষ্ঠান বিধেয় ।
রথযাত্রা ২০২৪ (Ratha Yatra 2024)
২০২৪ সালের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে ৭ জুলাই, যা বাংলা পঞ্জিকা অনুযায়ী ২২ আষাঢ়। এই দিনে, ভোররাত ৪টা ২ মিনিট থেকে দ্বিতীয়া তিথি শুরু হয়ে ৭ জুলাই ভোররাত ৪টা ৩১ মিনিট পর্যন্ত চলে। উল্টো রথযাত্রা, যা রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে, তা ১৬ জুলাই পালিত হবে, যা বাংলা পঞ্জিকা অনুযায়ী ১ শ্রাবণ।
0 মন্তব্যসমূহ
thanks