Ratha Yatra 2024: পুরীর চন্দন যাত্রা
পুরীর চন্দন যাত্রার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৩। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৫ জন।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হতাহতদের পরিবার ও ওড়িশা সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
বুধবার রাতে ছিল জগন্নাথ দেবের চন্দন যাত্রা। রীতি মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা-র ‘চাপা খেলা’র জন্য আতসবাজি মজুত করা হয়েছিল। সেই বাজি পোড়ানার সময় বিপত্তি বাধে। পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র বলেন, “কয়েকজন যুবক বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি ছিটকে এসে লাগে বাজির স্তূপে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। বিস্ফোরণ ঘটে। তাতেই সেখানে দাঁড়িয়ে থাকা শিশু-সহ অন্তত ২৫ জন জখম হয়।” তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্য়ে এক শিশু-সহ তিন জনের মৃত্যু হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, “পুরীতে জগন্নাথের চন্দন যাত্রায় বাজি বিস্ফোরণের ঘটনায় হতবাক। কয়েক জন আহত হয়েছেন। ঈশ্বরের কাছে তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি। ওড়িশা সরকারের পাশে আছি।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊