স্টপেজের দাবিতে রেল স্টেশনে অবস্থান বিক্ষোভ দিনহাটার আবুতারায়
রেল স্টপেজের দাবিতে অবস্থান বিক্ষোভ কোচবিহার জেলার দিনহাটার আবুতারায়। এদিন আবুতারা নাগরিক মঞ্চের উদ্যোগে আবুতারায় রেল স্টপেজের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ। মূলত, করোনা কালের আগে নিয়মিত লোকাল ট্রেন চলতো এবং থামতো আবুতারা রেল স্টেশনে। কিন্তু করোনার কারণের রেলের গতিবিধিতে কাটছাঁট করা হলে বন্ধ হয় আবুতারা স্টপেজ। তারপর আর এই স্টপেজ চালু হয়নি। যদিও আলিপুরদুয়হার থেকে বামনহাট লোকাল ট্রেন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস চলছে এই রুটে। কিন্তু নেই কোনো স্টপেজ। ফলে যাতায়তে অসুবিধার সম্মুখীন হচ্ছে জন সাধারণ। এবার জন সাধারণের সুবিধার লক্ষ্যেই এই দাবি তুলে আজ অবস্থান বিক্ষোভ। পরে অথারিটির কাছে আশ্বাস পেয়ে ওঠে অবরোধের সিদ্ধান্ত থেকে সড়ে আসেন বলে খবর।
আবুতারা নাগরিক মঞ্চ জানান এর আগে বামনহাটে ডিআরএম-কে দাবিপত্র জমা দেওয়ার পরেও কোন লাভ হয়নি তারপরেই এই অবরোধ। পাশাপাশি, পানীয় জলের ব্যবস্থা সহ পরিকাঠামো উন্নয়নের দাবিও রয়েছে বলে জানান মিলন সেন, নাগরিক মঞ্চের সদস্য। প্রসঙ্গত এর আগে দিনহাটা-কোচবিহার রেল যাত্রী অ্যাসোসিয়েশনের তরফেও পুনরায় কোচবিহার থেকে বামনহাট পর্যন্ত বিভিন্ন স্টেশন গুলিতে নিয়মতি আগের মতোই লোকাল ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছে। এনিয়ে দাবিপত্রও জমা করেছিল।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ট্রেনের স্টপেজ চালু থাকলে শহরে যাতায়ত থেকে ব্যবসায়ীদের ব্যবসা করতে, শিক্ষার্থীদের কলেজ যেতে যথেষ্ট সুবিধা হয় কিন্তু করোনা কাল থেকে স্টপেজ না থাকায় অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছে এলাকাবাসী। অত্র এলাকার মানুষকে অনেকটা কষ্ট করে যাতায়ত করতে হয়। ফলে আগের মতোই স্টপেজের দাবি জানিয়ে এদিনের এই অবস্থান বিক্ষোভে নাগরিক মঞ্চের পাশাপাশি অংশগ্রহণ করেছে সাধারণ মানুষও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊