Weather Update: মিলবে কি গরম থেকে স্বস্তি? জানুন আবহাওয়ার খবর 

weather hot girl with umbrella


Sangbad Ekalavya, 14 May: 

প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা উত্তরে । দীর্ঘদিন থেকে দেখা নেই বৃষ্টির । বিক্ষিপ্ত ভাবে উত্তরের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হলে তা অপর্যাপ্ত। উত্তরবঙ্গে ক্রমশই বেড়ে চলেছে উষ্ণতার পারদ। তীব্র দাবদাহে একদিকে যেমন কৃষিতে খারাপ প্রভাব পড়ছে তেমনি দীর্ঘদিন থেকে অনাবৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ ।


তবে স্বস্তির খবর শোনালো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ। আবহাওয়া বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে - আগামী ১৫ ও ১৯ মে আকাশ মূলত মেঘলা, এবং ১৬ থেকে ১৮ মে মূলত পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে।


কোচবিহার, আলিপুরদুয়ার - আগামী ১৫ ও ১৮ মে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, ১৬, ১৭ ও ১৯ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


জলপাইগুড়ি- আগামী ১৫, ১৭ ও ১৮ মে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি, ১৬ ও ১৯ মে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।


উত্তর দিনাজপুর- আগামী ১৫, ১৬ ও ১৯ মে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা থেকে হালকা বৃষ্টি, ১৭ ও ১৮ মে বৃষ্টির সম্ভাবনা নেই।