তিন বছর পর আত্মসমর্পণ, জামিন পেলেন কয়লা পাচার কাণ্ডের মূলচক্রী লালা
আসানসোলের সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে আত্মসমর্পণ করেন কয়লা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। বর্তমানে আসানসোল আদালতে মর্নিং সেশন চলায় সাত সকালেই আদালতে হাজির হন অনুপ মাজি। এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ মাজির জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক শর্তসাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন। যেখানে বলা হয় অনুপ মাজি তার গ্রামের বাড়ির ঠিকানা থেকে অন্যত্র বের হতে পারবেন না। একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে। সেই মতোই আজ আত্মসমর্পণ লালার।
এদিন সিবিআই আদালত কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল। ১০ লক্ষ টাকা বন্ডে জামিন দেওয়া হয়েছে লালাকে। জামিনের শর্ত হিসাবে আদালত জানিয়েছে, লালাকে তদন্তে সহযোগিতা করতে হবে। নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক, আগামী সোমবার (২১ মে) কয়লা পাচার মামলায় চূড়ান্ত চার্জ গঠন করতে হবে সিবিআইকে। তার পরই এই মামলায় বিচারপ্রক্রিয়া বা ট্রায়াল শুরু হওয়ার কথা। বিশেষ আদালতের নির্দেশ, মামলার শুনানির দিনগুলিতে সশরীরে কোর্টে হাজিরা দিতে হবে লালাকে।
লালাকে তাঁর পৈতৃক বাড়িতে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার নিতুড়িয়া থানা এলাকার অন্তর্গত ভামোরিয়া গ্রামে থাকার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না লালা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊