WBSEDCL: ৩ দিন ধরে নেই বিদ্যুৎ, লিখিত আশ্বাসে উঠলো পথ অবরোধ 

No electricity


WBSEDCL: বিদ্যুৎ হীন এলাকা। পথ অবরোধ করলো গ্রামবাসী। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের লিখিত আশ্বাসে পথ অবরোধ উঠলো।

তিন দিন ধরে বিদ্যুৎ নেই। নাজেহাল গ্রামবাসী । রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল দিনহাটার নিগমনগর এলাকার স্থানীয় বাসিন্দারা। কোচবিহার জেলার দিনহাটা ১ নম্বর ব্লকের দিনহাটা ভিলেজ ২ নং গ্রাম পঞ্চায়েতের নিগম নগর এলাকার ঘটনা। 



সকাল দশটার দিকে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় বাঁশ বেঁধে প্রায় ২ ঘন্টা দিনহাটা চৌধুরীহাট সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা। অভিযোগ, ঝড়ো হাওয়ায় এবং বৃষ্টির জেরে বিদ্যুত সরবরাহে বিঘ্ন। ফলে এলাকার শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা চরম সমস্যায় পড়েন। সব থেকে বড় সমস্যা নিগমনগর এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাম্প রয়েছে সেটি মূলত দুদিন ধরে বন্ধ। ফলে দিনহাটা ভিলেজ ২ গ্রামের সম্পূর্ণ এলাকা, এ ছাড়া দিনহাটা ভিলেজ ১ গ্রাম, কিশামত দশগ্রাম এবং বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষ এই পানীয় জলের উপর নির্ভর করে ফলে পানীয় জলের একটি হাহাকার দেখা যায়। ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ আজ পথ অবরোধে শামিল হয়। 



কিছুক্ষণ পর দিনহাটা থানার পুলিশ এসে সাধারণ মানুষের সাথে কথা বলার পর পথ অবরোধ উঠে যায়। এবং তারপরই বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সাধারণ মানুষের সাথে কথা বলে এবং লিখিত দেন দিনহাটা শহরে যদি বিদ্যুৎ থাকে তাহলে নিগমনগর এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ থাকবে। তারপরই সাধারণ মানুষ শান্ত হয় এবং সম্পূর্ণরূপে পথ অবরোধ উঠে যায়।