Latest News

6/recent/ticker-posts

Ad Code

BSF ও NCB-র যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি ফেন্সিডিল, গ্রেফতার ২

BSF ও NCB-র যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি ফেন্সিডিল, গ্রেফতার ২

BSF ও NCB



দিনহাটা:

দিনহাটায় BSF ও NCB-র যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি ফেন্সিডিল, গ্রেফতার ২ চোরাকারবারী।

শুক্রবার সকাল ১০:১০ মিনিট নাগাদ বিএসএফ এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবর জানানো হয়। জানানো হয় যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিএসএফ ৯০,১২৯ নম্বর ব্যাটেলিয়ন এবং NCB অর্থাৎ নারকোটিক কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ার আধিকারিকরা গতকাল দিনভর দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের রামপ্রসাদ এলাকার বাসিন্দা জাখির হোসেন নামের এক সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে বিশেষ অভিযান চালায়।

বিশেষ অভিযান চালিয়ে বেআইনি ১৬,২৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং নারকোটিক কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়ার আধিকারিকরা রাহুল (বয়স ৩০) ও শার্দুল (বয়স ৪৫) নামের দুই কুখ্যাত চোরাকারবারীদের গ্রেফতার করে।

ইতিমধ্যে গ্রেফতার দুইজনের বিরুদ্ধে NDPS আইনে সুনির্দিষ্ট মামলা রজু করা হয়েছে বলেও জানানো হয় বিএসএফ এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code