রাত জেগে পড়েই সাফল্য, মনে করছে মাধ্যমিকে দ্বিতীয় সাম্যপ্রিয়



মাধ্যমিক ২০২৪-এর ফলে দ্বিতীয় পুরুলিয়ার সাম্যপ্রিয় গুরু। কো-কারিক্যুলার অ্যাক্টিভিটিতেও সমান পারদর্শী সাম্যপ্রিয়। ক্রিকেট তাঁর প্রিয়। কিন্তু সবকিছুকে এক পাশে রেখে পড়আশউনআকএই মূলমন্ত্র করে রাত জেগে পড়াশুনা করে মাধ্যমিকে দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু।


রাত জেগে পড়তে বেশি ভালবাসতেন সাম্যপ্রিয়। সকালে ওঠায় তেমন স্বচ্ছন্দ নন। তাই রাত জেগে পড়াশুনায় মন ছিল সাম্যপ্রিয়র। আর তাতেই এসেছে সাফল্য। ভাল রেজাল্ট করার আত্মবিশ্বাস ছিলই, কিন্তু একেবারে মেরিট লিস্টে নাম উঠে আসবে, এতটা ভাবেননি বলেই জানিয়েছে মাধ্যমিক টপার ২। বাবা-মায়ের সাহচর্য পেয়েছেন আগাগোড়া জানিয়েছে সে।


ইতিমধ্যে পড়াশুনা শুরু করেছে সে। ভবিষ্যতে ডাক্তার হওয়াই তার ইচ্ছে। ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। সামান্য বেড়ে এবার মাধ্যমিকের পাসের হার হল ৮৬.৩১। প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। সেও চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।