মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিনহাটায়

মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিনহাটায়





দিনহাটা মহকুমার এবছর মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও প্রিয় শিক্ষক মানিক দত্ত স্মারক বক্তৃতা এবং সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের পাশাপাশি দুস্থ ছাত্র-ছাত্রীদের সহযোগিতা প্রদান করলো SFI-DYFI-ABTA-ABPTA-DIEA-AIDWA, দিনহাটা মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে ।

মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিনহাটায়

দু:স্থ ও কৃতী ছাত্র-ছাত্রীদের বীরেন পোদ্দার স্টাডি সেন্টারের মাধ্যমে বিনামূল্য সারা বছর ধরে কর্মসংস্থানমুখী শিক্ষার প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করা হবে। এদিন দিনহাটা জ্ঞানদাদেবী জৈন হাই স্কুলে ক্যান্সার জয়ী রাখী খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে উঠে আসা রাখির পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। মহকুমার বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক ছাত্র - ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সংবর্ধনা দিনহাটায়

প্রিয় শিক্ষক মানিক দত্ত স্মারক বক্তৃতা রাখেন বিশিষ্ট অধ্যাপক ড: জয়দীপ সরকার। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতৃত্ব অনন্ত রায়, প্রবীন শিক্ষক বীরেন্দ্র নারায়ন চক্রবর্তী, ছাত্র নেতৃত্ব আবীর দেব, ধনঞ্জয় বর্মন, শুভজিৎ দাস, সুব্রত রায়, তন্ময় কর্মকার, যুব নেতৃত্ব শুভ্রালোক দাস, সাহেদ আলী, ইব্রাহীম মিয়া, মনিরুল মিয়া, সৌরভ সরকার, শিক্ষক নেতৃত্ব পল্লব দেব, শুভেন্দু দাস, বিধান দেবনাথ, জয়ন্ত অধিকারী, মহিলা আন্দোলনের নেতৃত্ব সুজাতা চক্রবর্তী, মুক্তা রায়, দেবযানী মিত্র প্রমুখ।