Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঝড়বৃষ্টি বজ্রপাতে মৃত দুই জখম পাঁচ

বীরভূমে ঝড়বৃষ্টি বজ্রপাতে মৃত দুই জখম পাঁচ

Lightning


বীরভূম জেলার নানুর থানার চারকলগ্রাম পঞ্চায়েতের চারকলগ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যায় এক মহিলা । মৃতের নাম জ্যোৎস্না থান্ডার (৩৫) । বাড়ী চারকলগ্রাম । দুপুরে মাঠে কাজ করার সময় আচমকাই বাজ পড়ে খোলা মাঠে কোনও ছাদের নিচে আশ্রয় নিতে পারে নি জ্যোৎস্না । মাথায় বাজ পড়ে ঘটনাস্থলে মারা যায় জ্যোৎস্না । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । 



জানা গেছে, পাঁচজন বজ্রপাতে জখম হয় তার মধ্যে দুইজন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । নানুর থানার বড়সাঁওতা গ্রামপঞ্চায়েতের ডোংরা গ্রামে বিকালে মাঠে গোরু চড়ানোর সময় বাজ পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যাক্তির । মৃতের নাম সুরথেশ্বর গড়াই (৫০) । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । 



বিকালের দিকে চিনপাই,লাভপুর,বোলপুর, ইলামবাজার সহ জেলার একাধিক জায়গায় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাতের খবর মিলেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code