KKR Dinhata Fan Club: খেতাব জয়ের পরেই দিনহাটায় জয় উদযাপন KKR ফ্যান ক্লাবের
KKR দিনহাটা ফ্যান ক্লাবের পক্ষ থেকে কেকেআরের আইপিএল জয় উদযাপন দিনহাটা শহরে। আজ তৃতীয়বার আইপিএল খেতাব জয় কলকাতার। ভেঙ্কটেশের ব্যাটে সেই জয় লিখলো কেকেআর। জয়ের পরেই গোটা চিপক জুড়ে যেমন উচ্ছ্বাস তেমনি গোটা বাংলা জুড়েও কলকাতার জয় উদযাপন। একই চিত্র কোচবিহার জেলার দিনহাটাতেও।
KKR দিনহাটা ফ্যান ক্লাবের পক্ষ থেকে কেকেআরের আইপিএল জয়ের পরেই জয় উদযাপন। ফ্যান ক্লাবের সদস্য আকাশ সাহা,সৌরভ সরকার, সুব্রত রায়,স্বাগত চক্রবর্তী,আবির দেব জানান দীর্ঘদিন বাদে কেকেআরের জয়ে তারা উচ্ছ্বসিত। মরশুমের শুরু থেকে ভালো ফলের আশা তারা করেছিলেন।
গোটা মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল ম্যাচেও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথমে জ্বলে ওঠে বোলাররা। ১১৩ রানে গোটা টিমকে প্যাভিলিয়নে ফেরায় বোলাররা। ব্যাট করতে নেমে কার্যত হায়দ্রাবাদ বোলিং লাইন আটকে তুচ্ছ করে গুরবাজ ও ভেঙ্কটশ আইয়ারের দাপটে তৃতীয়বার ট্রফি জয় নাইট শিবিরের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊