KKR-র জয়ে উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়, করলেন টুইট, লিখলেন কি?
তৃতীয়বার আইপিএল খেতাব জিতলো কলকাতা নাইট রাইডার্স। চিপক জুড়ে কলকাতার জয়ের উল্লাস। জয়ের সাথে সাথে শাহরুখ থেকে জুহি সকলকেই আনন্দের বন্যায় ভাসতে থাকে। সে সময়েই টুইট করে কলকাতার জয়ের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা নাইট রাইডার্সকে (KKR) তাদের IPL 2024-এ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন৷
গৌতম গম্ভীরের নেতৃত্বে 2012 এবং 2014 সালের পর এই ফ্র্যাঞ্চাইজিটি তৃতীয়বার ট্রফি তুলেছে৷ KKR দশ বছর পর আইপিএল ট্রফি ঘরে আনেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে গৌতম গম্ভীরের পরামর্শদাতা এবং প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের নেতৃত্বে দলকে অভিনন্দন জানালেন। তিনি সাপোর্ট স্টাফদেরও অভিনন্দন জানিয়েছেন।
এদিন তিনি লেখেন, "কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে।
আইপিএলের এই মরসুমে রেকর্ড ভাঙার পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, সহায়তা কর্মী এবং ফ্র্যাঞ্চাইজিদের অভিনন্দন জানাতে চাই।
আগামী বছরগুলিতে আরও এইরকম মনোমুগ্ধকর বিজয় কামনা করছি!"
0 মন্তব্যসমূহ
thanks