IPL Playoff KKR vs SRH: দুই আইয়ারের সেঞ্চুরি, হায়দ্রাবাদকে উড়িয়ে ফাইনালে কলকাতা

IPL KKR vs SRH


আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম প্লে অফে হায়দ্রাবাদকে উড়িয়ে আইপিএল ২০২৪-এর ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। এদিন বোলারদের দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি কলকাতার ব্যাটিং লাইন আপেও দেখা গেল দুরন্ত পারফরম্যান্স।

এদিন প্রথম ব্যাটিং করতে নেমে প্লে অফের মঞ্চে শুরুতেই হায়দরাবাদ ধাক্কা খায়। খাতা খুলতে না পেরেই দলগত শূন্য রানেই ফেরেন হেড। প্রথম ওভারের দ্বিতীয় বলে স্টার্কের বলে বোল্ড হয়ে ফেরেন হেড। আর তার কিছু পরে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন অপর ওপেনার অভিষেক। ৯ করে ফেরেন নীতিশ খালি হাতেই ফেরেন শাহবাজ। ক্রিজে আঁকড়ে তখন রাহুল ত্রিপাঠি। রাহুলকে কিছুটা সঙ্গ দেন ক্লাসেন। ৩২ রান করে ফেরেন ক্লাসেন। নামেন সামাদ। ৫৫ করে ফেরেন রাহুল। ১৬ করে ফেরেন সামাদ। ব্যাট করতে নেমেই খালি হাতে ফেরেন ভুবেনশ্বর। কামিন্স ও বিজয়াকান্ত যখন ক্রিজে তখনও নির্ধারিত ওভারে বাকি ৪ ওভার। কামিন্স ম্যাচকে টানতে থাকে। শেষমেষ ২৪ বলে ৩০ রান করে। বিজয়াকান্ত ৭ রান করে অপরাজিত থাকেন। ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে হায়দ্রাবাদ। কলকাতার হয়ে ১টি করে উইকেট নেন বৈভব, নারিন, রাসেল, চক্রবর্তী ২টি করে উইকেট নেন এবং তিনটি উইকেট নেন স্টার্ক। শেষমেষ ১৯.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে সানরাইজার্স। কলকাতার টার্গেট ছিল ১৬০।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল কলকাতা। গুরবাজ ও নারিনের জুটি ৪৪ রান তোলে। গুরবাজ করে ২৩ ও নারিন করে ২১। মাঠে নেমে ম্যাচকে কন্ট্রোল করতে শুরু করে দুই আইয়ার। দুই আইয়ারের মারমুখী ব্যাটিং জলদি পৌঁছে দেয় লক্ষ্যে। এদিন শ্রেয়স আইয়ার ২৪ বলে ৫৪ ও ভেঙ্কটশ আইয়ার ২৮ বলে ৫১ রানে দুজনেই অপরাজিত থাকেন। ১৩.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে আইপিএলের ফাইনালে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। প্যাট কামিন্স ও নটর্জন একটি উইকেট করে পান। আজকের ম্যাচ জিতে সরাসরি আইপিএল ২০২৪ এর ফাইনালে চলে গেল কেকেআর। হায়দ্রাবাদ হারলেও এখনো ফাইনালে যাওয়ার সুযোগ আছে তাঁদের হাতে।