গুজরাটকে হারিয়ে প্লে-অফের ইঁদুর দৌড়ে ফিরে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

GT vs RCB


গুজরাট টাইটান্সকে হারিয়ে বড় অক্সিজেন পেল আরসিবি। প্রথমে ব্যাট করে গুজরাট ১৪৭ রান করে। জবাবে ১৩.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ করে জয় ছিনিয়ে নিল আরসিবি।

টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে গুজরাট। একে একে ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাহা, গিল ও সাঁই। ইনিংসকে শ্বাস দেয় মিলারের ৩০, শাহরুখের ৩৭, রাহুল ৩৫, রশিদ ১৮, বিজয় করে ১০। আর কেউই তেমন খেলতে পারেননি। ১৯.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় গুজরাট।

জবাবে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই কোহলি ও ডুপ্লেসির দাপটে অনএকটআই এগিয়ে রায় আরসিবি। কোহলি করে ৪২ ও ডুপ্লেসি করে ৬৪। তবে এদিন ব্যর্থ আরসিবির পুরো মিডিল অর্ডার। জ্যাকস, পতিদার, ম্যাক্সোয়েল, গ্রিন কেউই খেলতে পারেননি। শেষমেষ ম্যাচের হাল ধরে কার্তিক ও স্বপ্নিল। কার্তিকের ২১, স্বপ্নিলের ১৫ রানের জয় পায় আরসিবি।

এই নিয়ে জয়ের হ্য়াটট্রিক করে, প্লে-অফের ইঁদুর দৌড়ে ফিরে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিনের জয়ের পর এক লাফে আইপিএলের পয়েন্ট তালিকায় ১০ থেকে সাত নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা।