শোকজের পর এবার প্রচারে নিষেধাজ্ঞা, মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্যের জের কোপে অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মমতাকে বেলাগাম আক্রমণ করার অভিযোগে নির্বাচন কমিশন প্রথমে শোকজ করেছিল প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করা হল। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থীকে ২৪ ঘণ্টার জন্য সেন্সর করল কমিশন।
কমিশনের এই সেন্সরের কারণে মঙ্গলবার বিকেল ৫ থেকে বুধবার বিকেল ৫ পর্যন্ত প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কড়া ভাষায় সতর্ক করার পাশাপাশি নির্বাচনী বিধি মেনে চলার নির্দেশ দিল কমিশন। চার পাতার চিঠিতে প্রাক্তন বিচারপতিকে তীব্র ভর্ৎসনা করেছে কমিশন। এমনটাই খবর।
পাশাপাশি একই চিঠি বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকেও পাঠানো হয়েছে বলে খবর। ভবিষ্যতে কোনও বিজেপি প্রার্থী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ না করেন, বিষয়টি নিশ্চিত করার কথা বলেছে কমিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য মহিলাদের সম্মান অবক্ষয় করেছে বলে মনে করছে কমিশন। পাশাপাশি কমিশনের কথায়, "অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা এবং যে কর্মক্ষেত্র থেকে তিনি এসেছেন, তাঁর কাছে এধরনের মন্তব্য় অপ্রত্যাশিত এবং নিন্দনীয়।”
প্রসঙ্গত, ভরা জনসভায় মুখ্যমন্ত্রীর উদ্দেশে অভিজিৎ বলেছিলেন, “রেখা পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায়, আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী। সেই জন্য রেখা পাত্রকে ২ হাজার টাকায় কেনা যায়। একজন মহিলা আরেক জন মহিলা সম্পর্কে কী করে এই উক্তি করতে পারেন আমরা ভাবতেও পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো! আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো ৮ লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে ১০ লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশন হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সেই রেশন। তো তোমার দাম ১০ লাখ টাকা কেন?” এরুপ মন্তব্যের বিরোধিতায় কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তমলুকে প্রার্থীকে প্রথমে শোকজ করে কমিশন। সোমবার তার জবাবও দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি। তবে তাঁর উত্তরে সন্তুষ্ট নয় কমিশন। এবার সেন্সর করা হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊