Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুদিন ব্যাপী নবীন বরণ উৎসব শীতলকুচি কলেজে, প্রস্তুতি শুরু ছাত্র পরিষদের

দুদিন ব্যাপী নবীন বরণ উৎসব শীতলকুচি কলেজে, প্রস্তুতি শুরু ছাত্র পরিষদের

Sitalkuchi college


আগামী ২৮ ও ২৯ মে মঙ্গলবার ও বুধবার দুদিন ব্যাপী শীতলকুচি কলেজে অনুষ্ঠিত হতে চলেছে নবীনবরণ উৎসব ও বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান। শীতলকুচি কলেজের G.S মাসুম আক্তার জানালেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগতদের এদিন বরণ করে নেওয়া হবে। 



এছাড়াও পরের দিন অর্থাৎ বুধবার একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের এই নবীনবরণ উৎসবকে সার্থক করে তোলা হবে। কলেজের জিএস মাসুম আক্তার জানান, যে সমস্ত ছাত্র-ছাত্রী এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাদের প্রত্যেককে একটি করে মূল্যবান গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হবে। আর সেই গাছের চারা প্রদানে সহায়তা করবেন বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল মিয়া। নবীন বরণ উৎসবকে সার্থকভাবে সফল করে তুলতে কলেজের ছাত্র-ছাত্রীদের আগাম আমন্ত্রণ জানানো হয়।



 বিশেষ করে দুদিনের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ে বিশেষ ভাবে আবৃত্তি কুইজ নৃত্য সংগীত নাটক গজল বক্তব্য এবং নানা বিষয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এবং আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে নবীনবরণ উৎসব একটি বিরাট উৎসবে পরিণত হবে বলে আশা করেন তৃণমূল ছাত্র পরিষদের শীতলকুচি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মাসুম আক্তার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code