এনজেপি থেকে পাঞ্জাব যাওয়ার পথে শিশু সহ সাত জন রোহিঙ্গাকে গ্রেফতার
এনজেপি থেকে পাঞ্জাব যাওয়ার পথে শিশু সহ সাত জন রোহিঙ্গাকে গ্রেফতার। উল্লেখ্য মাঝে মাঝেই উত্তর-পূর্ব ভারতের মুখ্য দুয়ার এনজেপি স্টেশন হয়ে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে যাতায়াত করে। কেন তারা যাতায়াত করে কি তাদের উদ্দেশ্য এই বিষয়ে এখনো সঠিক অর্থে জানা যায়নি।
মঙ্গলবার বিকেলে চারজন মহিলা, তিনজন পুরুষ ও একটি শিশুকে গ্রেফতার করে এনজেপি জিআরপি । তাদের নাম জুবেরা বেগম, রেহানা আখতার,আশিয়া বেগম, হাসিনা বেগম, নুর হাকিম, সাদ্দাম হোসেন ও আজিনুর। এরা সকলেই বাংলাদেশের কুটুক ফলং রিফিউজি ক্যাম্পে বসবাস করতেন বলে জানা গেছে।
জানা গেছে, বদরপুর জংশন থেকে উত্তর-পূর্ব সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে ওঠেন রোহিঙ্গার দল। তাদের উদ্দেশ্য ছিল ,দিল্লি হয়ে পাঞ্জাব যাওয়ার। সূত্রের খবর মারফত, এনজেপি জিআরপি ৩ নম্বর প্লাটফর্মে ট্রেনটিতে তল্লাশি চালালে সেখান থেকেই তাদের গ্রেফতার করে। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊