Mumbai Rain: বিলবোর্ড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৪৩
News Desk, Sangbad Ekalavya, 14 May 2024:
মুম্বাইয়ের ঘাটকোপাড় এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে গতকাল ভেঙেপড়া বিলবোর্ডের কারনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪। আহত ৪৩ জন।
ছেদ্দানগরে একশো ফুটের ঐ বিলবোর্ড, একটি পেট্রোল পাম্প এবং সংলগ্ন কয়েকটি বাড়ীর ওপর ভেঙে পড়ে।
ইতিমধ্যে শহরের সব হোর্ডিংগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে পুর কমিশনারদের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নির্দেশ দেন। উল্লেখ্য, অসময়ের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। থানে সহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত।
রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের ঘোষনা করেছেন। তিনি গত সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊