লিচু খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হল আড়াই বছরের শিশুর
লিচু খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু হল আড়াই বছরের শিশুর। ঘটনায় শোকের ছাড়া এলাকায়।
শনিবার বিকেলে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুল রহমান এর আড়াই বছরের শিশু পুত্র বাড়ি উঠোনে থাকা লিচু গাছের নিচে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পরতেই লিচুটি মুখে দেয়। সাথে সাথে গলায় আটকে গেলে পরিবারের লোকেরা তরিঘরি ফুলবাড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।
এই ধরনের মর্মান্তিক ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। রবিবার সকাল থেকে আলতাবুল রহমান এর বাড়ির সামনে গ্রামের মানুষ ভির জমিয়েছিল। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে।
এই বিষয়ে আলতাবুল রহমান জানায় গতকাল বিকেলের দিকে মসজিদে যাওয়ার আগে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যায়। এর আগেও লিচু খেয়েছে আমার আড়াই বছরের শিশু। প্রতিদিন বাড়ির লিচু খায়। কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে গলায় আটকে যায়। তড়িঘড়ি ফুলবাড়ী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তাররা মিথ্যা বলে ঘোষণা করে।
এলাকার অনেকে জানান এই ধরনের ঘটনা ঘটবে ভাবতে পারিনি। লিচু আটকে গিয়ে মৃত্যু তা মেনে নেওয়া যায় না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊