Latest News

6/recent/ticker-posts

Ad Code

৭৫ বছর পূর্তির অঙ্গ হিসাবে মেগা রক্তদান শিবির শালডাঙ্গা নেতাজি উচ্চ বিদ্যালয়ে

৭৫ বছর পূর্তির অঙ্গ হিসাবে মেগা রক্তদান শিবির শালডাঙ্গা নেতাজি উচ্চ বিদ্যালয়ে

Saldanga Netaji High school


২৬ শে মে(রবিবার),২০২৪ শালডাঙ্গা নেতাজি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির অঙ্গ হিসাবে,বিদ্যালয় প্রাঙ্গণে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রাক্তনী সংসদ ও গ্রামবাসীদের উদ্যোগে এবং বিদ্যালয়ের বর্তমান পরিচালন কমিটির পৌরহিত্যে ।বিশেষ সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন পানগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স এ্যসোসিয়েশন ও মনের টানে ওয়েলফেয়ার অর্গানাইজেশন।


রক্তসংগ্রাহক ভূমিকায় উপস্থিত ছিলেন- বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক ও গৌরীদেবী ইনস্টিটিউট ব্লাড ব্যাংকের এর প্রতিনিধিরা। সর্বমোট ৬৩ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে দুই ব্লাড ব্যাংকে। ব্যাপক উন্মাদনা ও উৎসবের মেজাজে রক্তদান কর্মসূচী দারুন ভাবেই সফল হয়েছে। অত্যন্ত খুশির খবর ১৯জন প্রথম রক্তদাতা হিসাবে রক্তদান করলেন। আজকের শিবিরে মহিলা রক্তদাতা ছিলেন ৮ জন (যার মধ্যে ৩ জন প্রথম বার)। 



উদ্বোধনী সঙ্গীত মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। রক্তদানের উপযোগিতা বিষয়ে আলোচনা করলেন ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা ।আজকের ছাত্রছাত্রীরা, যাঁরা আগামীর রক্তদাতা হিসাবে সমাজে অবদান রাখবে তাঁদেরকে উদ্বুদ্ধ করা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code