অবশেষে কোচবিহারে উদ্ধার হওয়া উট ফিরে গেলো রাজস্থানে
কোচবিহার:
মাথাভাঙ্গায় উদ্ধার ১৬ টি উটকে মহাবীর উট অভয়ারণ্যে পৌঁছে দিল কোচবিহার জেলা পুলিশ। রবিবার সকাল ৯:১০ মিনিট নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এই খবর জানান।
প্রসঙ্গত গত ৩০ মার্চ মাথাভাঙ্গা ধরলা সেতুর নিকটবর্তী পুলিশের নাকা চেকিং পয়েন্টে অবৈধ ভাবে পাচারের আগেই একটি ট্রাক থেকে ১৬টি উট উদ্ধার করে কোচবিহার মাথাভাঙ্গা থানার পুলিশ। অবৈধ ভাবে উট পাচারের ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশ এবং তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ গ্রহণ করে।
পাশাপাশি ট্রাক থেকে প্রয়োজনীয় নথি উদ্ধার করে পুলিশ এবং জানতে পারে উদ্ধার উটগুলি রাজস্থান রাজ্যের সিরোহী জেলার শেওগঞ্জ তালুকের মহাবীর উট অভয়ারণ্য থেকে অবৈধ ভাবে পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে আসা হয়েছিল।
এরপর কোচবিহার জেলা পুলিশ আইনত সমস্ত প্রক্রিয়া শেষ করে এবং সঠিক ভাবে উটগুলির চিকিৎসা করিয়ে মহাবীর উট অভয়ারণ্যের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে গতকাল রাতে তাদের হাতে উদ্ধার ১৬ টি উট কে তুলে দেয় এমনটাই জানালেন জেলা পুলিশ সুপার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊