আমেরিকার ইতিহাসে প্রথমবার, ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প 




আমেরিকার (Ex US President)ইতিহাসে এই প্রথমবার ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন প্রেসিডেন্ট। ২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ-সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। ৩৪টি অভিযোগের সবকটিতে তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই দিন ধরে আলোচনার পর, 12-সদস্যের জুরি ঘোষণা করেছেন যে ট্রাম্পকে 34টি ক্ষেত্রেই দোষী সাব্যস্ত করা হয়েছে। যে কোনো রায়ের জন্য সর্বসম্মতি প্রয়োজন ছিল। বিচারপতি হুয়ান মের্চান জানিয়েছেন, আগামী ১১ জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করবে আদালত। তবে ইতিমধ্যেই ট্রাম্প জানিয়েছেন, তিনি কোনও অন্যায় করেননি। অবিলম্বে উচ্চতর আদালতে আবেদন করবেন তিনি।

এদিকে, আগামী ১৫ জুলাই সরকারিভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করবে রিপাবলিকান পার্টি। ইতিমধ্যেই পদপ্রার্থী হওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছেন ট্রাম্প। কিন্তু ১১ জুলাই সাজা ঘোষণা হওয়ার পরে তিনি আদৌ নির্বাচনে লড়তে পারবেন তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।