মাধ্যমিকের মেধাতালিকায় ৫৭ জন আপনার জেলা থেকে কতজন?
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024) ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ ২৩ হাজার। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে (WBBSE)। যে সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে। তার আগেই, ২ মে অর্থাৎ আজ প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2024)।
এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে সবথেকে বেশি ৮ জন ঠাঁই পেয়েছে মেধা তালিকায়।
কোন জেলা থেকে মেধাতালিকায় কতজন?
দক্ষিণ ২৪ পরগনা- ৮
দক্ষিণ দিনাজপুর- ৭
পূর্ব বর্ধমান - ৭
পূর্ব মেদিনীপুর-৭
বাঁকুড়া- ৪
মালদা- ৪
পশ্চিম মেদিনীপুর- ৪
বীরভূম- ৩
উত্তর ২৪ পরগনা - ২
কোচবিহার- ২ (এখান থেকেই মাধ্যমিকে প্রথম)
হুগলি- ২
নদিয়া- ২
হাওড়া- ১
ঝাড়গ্রাম- ১
কলকাতা- ১
পুরুলিয়া- ১
উত্তর দিনাজপুর- ১
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊