Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন

Chandrachur sen


আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফল (Madhyamik 2024)। ৮০ দিনের মাথায় হল ফল প্রকাশ। এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। রামভোলা হাইস্কুলরে ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩।

Madhyamik Topper


এবছর পাশের হারে সর্বোচ্চ কালিম্পং। দুইয়ে পূর্ব মেদিনীপুরতিনে কলকাতা। এবছর পাশের হার ৮৬.৩১। মেধা তালিকায় ঠাঁই পেয়েছে ৫৭ জন। সেই তালিকায় দুজন রয়েছে কোচবিহার থেকে। একজন রামভোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচূড় সেন, প্রথম হয়েছে এবং অপর জন মাথাভাঙা থেকে। সপ্তম অ্যাসেস কামাল, মাথাভাঙা হাই স্কুল ৬৮৭। 


এবছর মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে ৯ লক্ষের বেশি, মোট পাসের সংখ্যা ৭৬৫২৭২। 36 জনের পরীক্ষা বাতিল হয়েছে। ৬০% এর উপর ১১৮৪১১ , AA পেয়েছে 9961, A+ পেয়েছে 24643, A পেয়েছে 83807। 



এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। আর ফলপ্রকাশ হল ২রা মে ২০২৪। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code