West Bengal Weather : তীব্র গরম, তবে ঝড়বৃষ্টির সম্ভাবনা, উত্তরের আবহাওয়ার পূর্বাভাস 

Weather update

চলছে ভোট গ্রহন। আজ লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরের তিন লোকসভা ভোট গ্রহন চলছে। প্রথম দফায় রাজ্যে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনের দিন উত্তরবঙ্গের কোন ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টি হলেও গরম থেকে রেহাই নেই।

এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী ৩ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

ভোটের আবহে উত্তরবঙ্গের জেলাগুলি নানারকম অশান্তিতে উত্তপ্ত। আজ ভোটের দিনেও অশান্তির চিত্র। তবে উত্তরবঙ্গের ৫ জেলাতেই শুক্রবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং ,কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। তবে আবহাওয়া দফতর বলছে নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে।