Udayan Guha: TMC-BJP সংঘর্ষ, আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে উদয়ন গুহ

Udyan Guha


ভোটের দিন সকালেই উত্তপ্ত কোচবিহার। কোচবিহারের দিনহাটায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ। আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে ছুটলেন উদয়ন গুহ। দিনহাটা ১ নম্বর বি ব্লক তৃণমূল সভাপতি অনন্ত বর্মনকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ব্লক তৃণমূল সভাপতি কে দেখতে শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালে এলেন মন্ত্রী উদয়ন গুহ।

হাসপাতাল থেকেই নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিজেপির তরফে পাল্টা কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উদয়ন গুহ জানিয়েছেন, আমাদের দুই জন কর্মীর উপরে বিজেপির গুণ্ডারা আক্রমণ করে।ধারাল অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ভীষণভাবে আহত। ১২ টা সেলাই পড়েছে।এখন সিটি স্ক্যান করতে পাঠিয়েছেন চিকিৎসকরা। এবং হাতেও লেগেছে। অপর আরেকজনও হাসপাতালে ভর্তি রয়েছে।

উদয়ন গুহ বলেন,' ওই যে আবেদন করেছে, ভোটের দিন উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করা হোক। এই সব বলে, নিজেরা পরিকল্পিতভাবে গুন্ডামি করছে।'