Udayan Guha: নজরবন্দি উদয়ন! নিজের বিধানসভা এলাকায় থাকার নির্দেশ কমিশনের
আগামীকাল ১৯ই এপ্রিল কোচবিহারে লোকসভা নির্বাচনের ভোট গ্রহন। আর তার আগে কমিশনের নির্দেশে অস্বস্তি বাড়লো কমিশনে চিঠি দিয়ে ভোটের দিন তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়নের গতিবিধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামানিক। আর তারপরেই দিনহাটার সাংসদ তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ভোটের নজরবন্দি করলো কমিশন।
আগামী কাল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসনে লোকসভা নির্বাচন। নির্বাচন ঘোষনার পর তৃণমূল বিজেপির চাপান উতোর চোখে পড়ছিল। এর মধ্যে কোচবিহার আসনে শান্তিতে ভোট সম্পন্ন করাই কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুধবার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক কমিশনের কাছে চিঠি লিখে উদয়ন গুহকে নজরবন্দি করার আবেদন জানায়। এরপর আজ কমিশনের নির্দেশ ভোটের দিন নিজের বুথেই থাকতে হবে উদয়ন গুহকে।
কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, বামফ্রন্ট মনোনিত প্রার্থী নীতিশচন্দ্র রায় এবং কংগ্রেস প্রার্থী পিয়া রায় চৌধুরী। যদিও রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল বিজেপি মূল লড়াই। কোচবিহারে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রায় সাড়ে ৪ হাজার রাজ্য পুলিশ। এমনটাই খবর।
ভোটের দিন নজরবন্দি উদয়ন গুহ, গতিবিধি নিয়ন্ত্রণ করলো কমিশন #Dinhata
Posted by Sangbad Ekalavya on Thursday, April 18, 2024
0 মন্তব্যসমূহ
thanks