অনির্দিষ্টকালের জন্য রাজ্যের স্কুলগুলি ছুটি দিয়ে বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের 


Student

শুরু হয়েছে তীব্র দাবদাহ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর আগামী সোমবার থেকে রাজ্যের বিদ্যালয় গুলি ছুটির বিজ্ঞপ্তি জারি করেছে। তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের সব স্কুল গুলি এই বিজ্ঞপ্তির আওতায় পড়লেও কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের স্কুলগুলো খোলাই থাকবে।



মার্চ মাসের শেষ থেকেই বেড়েছে দাবদাহ। ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে। আবহাওয়া দফতর তাপ প্রবাহের আভাস দিচ্ছে এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া বেশ সমস্যার হতে পারে সেই কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত। রাজ্যে চলা দাবদাহ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বিগ্ন হয়ে নবান্ন ও আবহাওয়া দফতরের বৈঠক হয় বলে খবর। তারপরেই এই সিদ্ধান্ত। 



বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সব ঠিক থাকলে আগামী ২২ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে রাজ্যে বন্ধ থাকবে স্কুল গুলি। আর বৃহস্পতিবার শিক্ষা দফতরের তরফে জারি হল বিজ্ঞপ্তি। তবে কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের স্কুলগুলি ছুটি থাকবে না। খোলাই থাকবে স্কুল।