টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটরক্ষক কার্তিক!

Krtik


আগামী টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক? এই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে। ২০২২-র টি ২০ বিশ্বকাপের আগে এমন ফর্মে ছিলেন কার্তিক যে তাকে বাদ দেওয়ার মতো কোনো কারণ ছিল না নির্বাচকদের কাছে। কিন্তু বিশ্বকাপের পর আর জাতীয় দলে সুযোগ পাননি কার্তিক। এবারও আইপিএলে ভালো ফর্মে রয়েছেন কার্তিক। ফলে টি২০-বিশ্বকাপে কার্তিকের সুযোগ নিয়ে ঘুরপাক খাচ্ছে। এর মাঝেই স্টাম্প স্পিকার দিয়ে ফাঁস রোহিতের কথা।



বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৬ রানের স্কোর গড়ে আরসিবি। বেঙ্গালুরুর হয়ে কার্তিক ২৩ বলে ৫৩ রান করেন। খুব সুন্দর ব্যাট করছিলেন তিনি। উইকেটের পিছন দিকে শট খেলছিলেন কার্তিক। তাঁর সেই ব্যাটিংয়ের সময় মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত মজা করেন। রোহিত ভারতীয় দলের অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই নেতৃত্ব দেবেন বলে ঘোষণা করে দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। রোহিত গিয়ে কার্তিককে বলেন, “বিশ্বকাপ খেলবে নাকি?” রোহিতের সেই কথা ধরা পড়ে স্টাম্প মাইকে।



আর সেই কথা নিয়েই এবার চলছে জোর আলোচনা। তবে কি টি২০ বিশ্বকাপে উইকেট রক্ষক ব্যাটসম্যানের ভূমিকায় দেখা যাবে কার্তিককে? এমনই জল্পনা তুঙ্গে।