Latest News

6/recent/ticker-posts

Ad Code

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষনার দিনক্ষণ জানালো হাইকোর্ট

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষনার দিনক্ষণ জানালো হাইকোর্ট


Highcourt

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষনার দিনক্ষণ জানালো হাইকোর্ট, নির্ধারিত হবে ২৫ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৪-রো বেশি চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হবে এই রায়ে। সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ রায় ঘোষনা করবে হাইকোর্টের বিশেষ বেঞ্চ এমনটাই খবর।

এসএসসির গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ২৪ হাজারের বেশি শূন্যপদে নিয়োগে দুর্নীতির ৩৫০টি মামলার রায় ঘোষনা হবে বলে জানা গেছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। স্থগিতাদেশ দিয়ে হাই কোর্টের বিশেষ বেঞ্চে মামলাটি ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। বিশেষ বেঞ্চকে ছ’মাসের মধ্যে শুনানি শেষ করতে বলেছিল শীর্ষ আদালত।

সুপ্রিমকোর্টের নির্দেশ মতো গত ডিসেম্বরে শুরু হয় শুনানি। টানা সাড়ে তিনমাস শুনানির পর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে গত ২০ই মার্চ শেষ হয় শুনানি। শুনানি শেষের পর রিজার্ভ রাখা হয় রায়দান। সোমবার সেই মামলার রায়দান করবে উচ্চ আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code